ঘরে তৈরী দাঁতের মাজন

ঘরে তৈরী দাঁতের মাজন:

কৃতজ্ঞতা স্বীকার : মাননীয়  শ্রীযুক্ত পীযুষ অধিকারী { বীরভূম }

নিচে লেখা জিনিসগুলি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মিশ্রণটিকে  চালুনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার আঁশ ইত্যাদি না থাকে।  এই মিশ্রণে যদি কোনো রকম স্যাঁতসেঁতে বা ভেজা ভাব থাকে তাহলে একটু রোদে দিয়ে নিতে হবে । এর পরে শিশিতে ভরে রাখতে হবে।
  1. লবঙ্গ - ২৫ গ্রাম
  2. দারচিনি - ১৫ গ্রাম
  3. জায়ফল - ১ টা
  4. গোলমরিচ - ১০ টা
  5. হলুদ - ১ চিমটে
  6. খাবার সোডা - ৩ চিমটে
  7. সৈন্ধব লবন - ১/২ চামচ
  8. যষ্টিমধু - ১ চামচ







মন্তব্যসমূহ