আলু সেদ্ধ মাখা






আলু সেদ্ধ মাখা: 1

  • আলু সেদ্ধ
  • কাঁচা পেঁয়াজ কুচি
  • কাঁচা লঙ্কা কুচি
  • সর্ষের তেল
  • নুন
আলু সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে মাখতে হবে।



আলু সেদ্ধ মাখা: 2

নুন দিয়ে সেদ্ধ করা আলু মেখে রাখতে হবে।

কড়াইয়ে ৩ চামচ তেল দিয়ে গরম করতে হবে।

তারপরে সেই গরম তেলের মধ্যে নিচের জিনিসগুলো দিয়ে লাল করে ভাজতে হবে
  • শুকনো লঙ্কা ১ টা
  • জিরে ১ চামচ
  • পেঁয়াজ কুচি ১ টাি

এই বারে তার মধ্যে মাখা আলুসেদ্ধ দিয়ে কিছুক্ষন নাড়তে হবে।

মন্তব্যসমূহ