লাউ দিয়ে মুসুর ডাল
কুকারে নিচের জিনিস গুলি একসঙ্গে দিতে হবে।- ডাল - হাফ কাপ
- জল - ২-৩ কাপ
- নুন - ১চামচ
- সামান্য চিনি
- লাউ ছোটো ছোটো কিউব করে কাটা
কড়াইতে ৩ চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে
- ১চামচ পাঁচ ফোড়ন
- ১ টা কাঁচালংকা
- ১ টা ছোট টমেটো কুচি
ইচ্ছে হলে একটা ছোট পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে।
এরপর সেদ্ধ ডালে ওই মশলা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামাতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন