ধনে পাতা ও পুদিনা পাতার চাটনি

ধনে পাতা ও পুদিনা পাতার চাটনি

১ আঁটি করে ধনেপাতা, পুদিনা পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে।

  1. রসুন - ৫-৬ কোয়া
  2. লংকা - ২ টো
  3. নুন - ১ চামচ
  4. চিনি - ১/২ চামচ

একসাথে মিক্সিতে পেষ্ট করে তাতে
একটা লেবুর রস এবং
২ চামচ সর্ষের তেল মিশিয়ে দিতে হবে।




মন্তব্যসমূহ