সোনা মুগের ডাল

সোনা মুগের ডাল



স্টেপ 1:

  • সোনা মুগ ডাল - এক কাপ
  • শুকনো লংকা - ২ টো
  • তেজপাতা - ২ টো
  • গোটা জিরে - ১ চামচ, জিরে গুঁড়ো-১ চামচ
  • ১ ইঞ্চি আদা বাটা
  • টমেটো কুচি
  • হলুদ
  • নুন, চিনি
  • নারকেল কুচি
  • এলাচ
  • তেল।

শুকনো মুগ ডাল হালকা লাল করে ভেজে ধুয়ে কুকারে তিনটে বা চারটে সিটি দিয়ে নিতে হবে।

স্টেপ 2:

কড়াইয়ে তেল দিয়ে তাতে দিতে হবে
  • শুকনো লংকা
  • তেজপাতা
  • গোটা জিরে
  • নারকেল কুচি
এর পর নারকেল কুচি গুলো হালকা ভেজে তুলে নিতে হবে |

তারপরে
  • জিরে গুঁড়ো
  • আদা বাটা
  • টমেটো কুচি
  • হলুদ
দিয়ে ভাজতে হবে।

তেল ছাড়লে সেদ্ধ করা ডাল দিয়ে দিতে হবে।

স্টেপ 3:

পরিমান মত
  • জল
  • নুন
  • চিনি
  • ভাজা নারকেল কুচি
গুলো দিয়ে কিছুখন ফুটাতে হবে।

স্টেপ 4:

ডাল কিছুটা ঘন হলে
  • ঘি
  • এলাচ গুড়ো
  • মটরশুটি ( থাকলে দেবেন )
দিয়ে একটু ফুটিয়ে নামাতে হবে।

মন্তব্যসমূহ